এ দেশের নির্বাচন কমিশন ও বিটিআরসি যৌথভাবে আমাকে ভালো হতে দিলনা!
অনেক কষ্ট কইরা ভরদুপুরে লাইনে খাড়ায় থাইকা এনআইডি এর লাইগা এপ্লাই করছিলাম! যাউকগা বেশ কিছুদিন পর যখন এনআইডি হাতে পাইয়া দেখি, আমার ইংরেজি নামের একটা লেটার বাড়তি সাথে বোনাস হিসেবে মায়ের নাম ভুল!
এদিকে সিম নিবন্ধনের লিগা খুব প্যারা দিতাছে অপারেটরগুলা! কাউরে ফুন দিলেই একই পকপক! যাই হোক বাধ্য হইয়া আজ গেছিলাম সিমগুলা নিবন্ধন করার লিগা, কিন্তু আমার তো এনআইডি তে ভুল করেছে! তাদের বললাম, পাসপোর্ট দিয়ে কি রিভেরিফাই করা যাবে?! :]
তাদের স্রেফ উত্তর না! এনআইডি সংশোধন করেন! এখন কথা হইল, ভুল টাতো আমি করি নাই! যেসকল আতেলগুলারে নির্বাচন কমিশন তাদের সার্ভারে এনআইডির ডাটাগুলা আপ করছে এটা তাদের ভুল নাহ এটা অপরাধ! যোগ্য কাউরে এই কাজ দেওয়া উচিত ছিল!
যাহোক, নিজের উপর থেকে জামাত বিএনপি এর আরোপ ও অপারেটরগুলার মেসেজ ও কল গ্রিটিংস এর প্যারা হটাতে অবশেষে সেই ভুল এনআইডি দিয়েই সকল সিমের নিবন্ধন কইরা আইলাম! ???
বিঃদ্রঃ আমার কুনো দুষ নাই, আমি চাইছিলাম আমার সকল সঠিক ইনফরমেশন দিয়ে সিমগুলা নিবন্ধন করতে কিন্তু বিটিআরসি এর নিয়ম আমাকে তা করতে দেয়নি!