এ এক অন্যরকম ভালো লাগা!
ওয়েবে চেয়েছিলাম এমন কিছু একটা করতে যার জন্য আমি নিজেসহ সবাই যেন সেই কাজের জন্য গর্ববোধ করতে পারি। আমি সবসময়ই ইমেইল চেক করি। তো হঠাতই আজ স্ক্রিনশটে দেয়া ইমেইল টা দেখে একটা বড়সড় ধাক্কা খাইলাম! প্রথমে মনে হলো স্প্যাম বোধহয়! কিন্তু ভালোমত ইমেইলটা পড়ে ওই ইমেইলে দেওয়া লিংটায় ভিজিট করলাম যাচাই করতে, ঘাটাঘাটি শেষে বুঝলাম এটা স্প্যাম না সত্যিকারের অপর্চুনিটি!
আমাদের প্রজেক্ট ”Gazipur.Biz”(গাজীপুর জেলা ভিত্তিক একটা ডিরেক্টরী ওয়েবসাইট) যা কিনা ”বিল & মেলিন্ডা গেইটস ফাউন্ডেশনের” একটা ওয়ার্ল্ডওয়াইড রিসার্চে, বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েনশিয়াল উদ্যোগতা হিসেবে আমাকে সেলেক্ট করেছে?
২০১৭ সালের জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে তারা চুড়ান্ত ফলাফল প্রকাশ করবে আর সেখানে আমি থাকব বলে মনে হয়না!
যাই হোক এত বড় এক সম্মানের জন্য যে সেলেক্ট হয়েছি এটাই আমার জন্য যথেষ্ট!
সকল প্রশংসা মহান আল্লাহতায়ালার জন্য