poor kid

বাজার দিয়ে হাটছিলাম, হঠাতই এক পিচ্চি মেয়ে সাহায্য চেয়ে বসল! তাকিয়ে দেখলাম পিচ্চিটার হাত ধরে একজন বুড়ো মহিলাও সাথে।

মানিব্যাগ থেকে ১০ টাকা বের করে পিচ্চিটার হাতে দিলাম আর আমি আমার মত আবার হাটা শুরু করলাম। পরক্ষনেই একটি কথা কানে বাজল, “জানো? এক ভাইয়া না দওওওওওওশ টাকা দিছে!”

শুইনা খুব খারাপ লাগল মাত্র ১০ টাকায় এত অবাক আর এত খুশি হইল পিচ্চিটা?

আবার মানিব্যাগটা বার করে দেখলাম ভাংতি ৩০ টাকা আছে আর এক হাজার টাকার নোট! ভাবলাম পিচ্চিটাকে আরও ১০০ টাকা দিব তাই সাথে সাথে পাশের একটা দোকানে গিয়ে ৬০ টাকার কিছু অপছন্দনীয় জিনিস কিনলাম! (কারন জানতাম ভাংতি চাইলে পাব না)

এদিকে ওই পিচ্চিটাও সাহায্য চাইতে চাইতে দূরে চলে যাচ্ছিল, এদিকে দোকানদারের টাকা গুনতে গুনতে!

যাহোক কিছুটা দৌড়ে গিয়ে পিচ্চিটাকে ডাক দিলাম আর বললার ১০ টাকা পাইয়া এত খুশি হইছ তুমি?! এই নাও আরও ১০০ টাকা দিলাম তোমাকে :]

এরপর, পিচ্চিটা টাকা হাতে নিয়ে এমন একটা হাসি দিল যা কিনা লাখ টাকা দিয়াও কিনা যাবেনা?

এখন অন্যরকম এক শান্তি বিরাজ করছে মনে? যদি পারতাম পৃথিবীর সকল অসহায় মানুষদের সাহায্য করতে?

বিঃদ্রঃ ঘটনাটি শোঅফের জন্য নয় শুধুমাত্র ভালো লাগার কারনেই পোস্ট করলাম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *