আইসিসি এর বিড়ম্বনা!
বাংলাদেশ দিন দিন ক্রিকেটে আধিপত্য বিস্তার শুরু করেছে! গতবছর আমার যতটুকু মনে হয় বাংলাদেশ একটা ওয়ানডে সিরিজও হারে নাই আর র্যাংকিংয়ে ছিল দুই এ! আমরা টি২০ ফরম্যাটে তেমন একটা ভালো ছিলাম না তবে এ বছর এশিয়া কাপ ও সাথে টি২০ বিশ্বকাপেও যথেষ্ট ভালো করেছি! আজ অস্ট্রেলিয়াও প্রায় হিমশিম খেয়ে গেছিল আমার ঠেকাতে!
কিন্তু কিছু ঘটনা আর তার লক্ষন যেন বড়সড় কোন বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য! যেমন তাসকিন ইস্যু, হঠাত করে বিশ্বকাপের মত আসরে তাসকিনকে ব্যান করার পর যে কারনগুলো সবাই জানতে পেরেছে তার কোনটাই যুক্তিযুক্ত নয়! আইসিসি অর্থাৎ তথাকথিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আসলে, ইন্টারন্যাশনাল করাপ্টেড কাউন্সিল), যে পরিকল্পিত ও অন্যায়ভাবে তাসকিনকে নিষিদ্ধ করেছে তা এখন সবার কাছে ফকফকা পরিস্কার!
এসবকিছুর পিছনেই ক্রিকেটের তিন মোড়লের জড়িত থাকার গন্ধটা বড়ই তীব্র! সোজাসাপ্টা হিসাব, তিন মোড়ল চায়না বাংলাদেশ ক্রিকেটে তাদের পিছনে ফেলে এগিয়ে যাক, এর জন্য তাদের যা যা করা লাগে তারা আইসিসির নিয়মের দোহাই দিয়ে করে যাবে!
সব প্রশ্নউত্তর মিলিয়ে, হিসাব নিকাশ করে এতটুকুই বুঝতে পারছি যে, বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার মাস্টারপ্ল্যান চলতেছে!