বিভীষিকাময় সেই শেষ ৩ বলের আর্তনাদ!
আহা! কি যে এক জ্বালাময় রাত! টান টান উত্তেজনায় বারবার খেলায় ফিরে আসা! বাংলাদেশ বোধহয় আজ ইন্ডিয়ার মাটিতেই ইন্ডিয়াকে হারায় দিবে! একবুক আশায় বসে আছি, কখন জয় আসবে কখন খেলা শেষ হবে। এরই মধ্যে ম্যাচ টা আমাদের হাতেই চলে আসে! ৩ বলে লাগে আর মাত্র ৩ রান সাথে উইকেটে আছে মুশফিক ও সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। কিন্তু ওই ৩ টা বল এ আমাদের ৩টাই উইকেট চলে গেল! কিছু বলার নাই! জোর করে ইন্ডিয়াকে জিতায় দিছি!
প্রতিদিন নিজের মোবাইলের ডাটা খরচ কইরা লাইভ স্ট্রিমিং এ খেলা দেখি, নিজের কাজ বাদ দিয়া এদের সাপোর্ট করি! আজকের মত এরকম হরহামেশাই হেরেছে বাংলাদেশ, কিন্তু গায়ে লাগাই নাই! যেমনই খেলুক বাংলাদেশের পাশেই আছি!
তবে আজকে প্রথমবারের মত নিজেকে ভোকদোচ মনে হইতাছে!
যতকিছুই ব্যয় করছি সবই বৃথা! কারন আজ বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়াকে জিতাইছে! যেটা কোনভাবেই মানা সম্ভব না! আমরা অনেক বেশি আকাশে উইঠা গেছিলাম, আজ একবারে মাটির সাথে মিশায় দিল!